দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আভাস

দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আভাস
ছবির ক্যাপশান, ছবি সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তা জারি করে জানিয়েছে, আজ শনিবার দুপুরের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১০টি জেলায় বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। প্রভাবশালী এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আসতে পারে। ঝড়ের আভাস পাওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে - ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার।

আবহাওয়া বিভাগের বিশেষজ্ঞরা জানান, এপ্রিল মাসে দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের দমকা হাওয়া ও বজ্রঝড় স্বাভাবিক ঘটনা। তবে নদীপথের নৌযান ও মাছধরার নৌকাগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।


সম্পর্কিত নিউজ