দিল্লিতে ভবন ধসে নিহত ৪, ধ্বংসস্তূপে আটকা আরও ১২

দিল্লিতে ভবন ধসে নিহত ৪, ধ্বংসস্তূপে আটকা আরও ১২
ছবির ক্যাপশান, ছবি সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ভোররাতে ভারতের রাজধানী দিল্লির মোস্তফাবাদ এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়ায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোর ৩টা ২ মিনিটে ঘটনাটি ঘটে বলে দিল্লি পুলিশ নিশ্চিত করেছে। এনডিআরএফ ও স্থানীয় উদ্ধারকর্মীদের তীব্র প্রচেষ্টার পর এখনও ধ্বংসস্তূপের নিচে ১২ জন আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দিল্লি পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করে জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যার মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দলগুলি ধ্বংসাবশেষ সরাতে ব্যস্ত থাকলেও ভারী ধ্বংসস্তূপের কারণে কাজে বাধার সম্মুখীন হচ্ছেন বলে এনডিআরএফের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের শেয়ার করা সিসিটিভি ফুটেজে ভবন ধসের ভয়াবহ মুহূর্ত ধরা পড়েছে, যেখানে ধসের পর বিশাল ধুলোর মেঘ ছড়িয়ে পড়তে দেখা গেছে।

গত সপ্তাহে দিল্লি-এনসিআর অঞ্চলে ভবন ও প্রাচীর ধসের দুটি পৃথক ঘটনায় দুইজন নিহত হওয়ার পর এই ঘটনায় শহরের অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো ও অননুমোদিত ভবনগুলোর ব্যাপক নিরীক্ষণের এখনই সময়। ভবনটি ধসের সঠিক কারণ খতিয়ে দেখতে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


সম্পর্কিত নিউজ