শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো পাকিস্তানের উত্তরাঞ্চল
আতঙ্কে ঘর ছাড়লেন মানুষজন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
শনিবার (১৯ এপ্রিল) সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের উত্তরাঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯। ভূমিকম্পটি বেশ কয়েকটি শহরে স্পষ্টভাবে অনুভূত হলেও এখন পর্যন্ত কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল এবং এর গভীরতা ছিল প্রায় ৯৪ কিলোমিটার।
ভূমিকম্পটি সকাল ১১টা ৪৮ মিনিটে অনুভূত হয়। ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, শেখুপুরা, অ্যাবোটাবাদ, অ্যাটক, হরিপুর, মানসেহরা, পেশোয়ার, নওশেরা, মারদান, সোয়াত, চিত্রাল, শাংলা, মালাকান্দ ও মুজাফফরাবাদসহ উত্তরাঞ্চলের অনেক শহরে কাঁপুনি অনুভূত হয়।
কম্পন শুরু হতেই আতঙ্কিত নাগরিকরা ঘরবাড়ি থেকে বেরিয়ে খোলা জায়গায় জড়ো হন। অনেকেই দোয়া ও কুরআনের আয়াত পাঠ করতে থাকেন।
রাষ্ট্র পরিচালিত অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান (এপিপি) জানিয়েছে, এখন পর্যন্ত দেশের কোনও অংশ থেকে প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন ও উদ্ধার সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানের ইতিহাসে ২০০৫ সালের কাশ্মীর ভূমিকম্প ছিল সবচেয়ে ভয়াবহ, যাতে ৮৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারান। এছাড়া ২০১৩ সালে বেলুচিস্তানে ৭.৭ মাত্রার ভূমিকম্পে মারা যান ৮০০ জনের বেশি এবং ধ্বংস হয়ে যায় বহু গ্রাম।
বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বসবাসকারী জনগণকে আরও সচেতন হতে হবে এবং জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।