গৃহকর্মী ও যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতির পথে বাংলাদেশ!

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
এক ঐতিহাসিক পদক্ষেপের দিকে এগোচ্ছে বাংলাদেশ। নারীবিষয়ক সংস্কার কমিশন সম্প্রতি গৃহকর্মী ও যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছে। শনিবার (১৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এর কাছে কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়।
কমিশনের মতে, যৌনকর্মীদের এখনও কোনো আইনি স্বীকৃতি নেই। সুস্পষ্ট আইন না থাকায় তারা পুলিশের হয়রানি, সামাজিক বৈষম্য এবং ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিক হিসেবে স্বীকৃতি পেলে তারা পাবেন আইনি সহায়তা, সামাজিক নিরাপত্তা এবং ন্যায্য অধিকার।
প্রতিবেদনের অন্যান্য গুরুত্বপূর্ণ সুপারিশগুলো হলো:
সব খাতে ৬ মাস পূর্ণ বেতনের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা।
‘প্রসূতি কল্যাণ’ শব্দের পরিবর্তে ‘প্রসূতি অধিকার’ ব্যবহার এবং এ সময় চাকরিচ্যুতি নিষিদ্ধ করা।
পিতৃত্বকালীন ছুটি হিসেবে দুই সপ্তাহ পূর্ণ বেতনসহ ছুটি।
অপ্রাতিষ্ঠানিক খাতে নারীদের কাজের স্বীকৃতি দেওয়া।
গণপরিবহনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সুনির্দিষ্ট আইন প্রণয়ন ও বাস্তবায়ন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে।
এই উদ্যোগ শুধু নারীর ক্ষমতায়ন নয়, সমাজে সমতা ও মানবিক মর্যাদার প্রতিষ্ঠায় এক বড় পদক্ষেপ।