নাইজেরিয়ায় পশুপালকদের হামলায় নিহত ১৭, উত্তপ্ত বেনু রাজ্যে চরম সহিংসতা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ায়, মধ্যাঞ্চলীয় বেনু রাজ্যে সন্দেহভাজন পশুপালকদের এক হামলায় অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবারের এই প্রাণঘাতী হামলা স্থানীয় কৃষক ও পশুপালকদের মধ্যে চলমান সংঘাতের আরও একটি অধ্যায় হিসেবে যোগ হলো। পুলিশ জানিয়েছে, বছরব্যাপী এ ধরনের সংঘর্ষের ফলে উত্তর-মধ্য নাইজেরিয়ার খাদ্য সরবরাহ সংকটে পড়েছে, যেখানে কৃষি জমি ব্যাপকভাবে বিস্তৃত।
প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘাতের আগের সপ্তাহে বেনুর ওতুকপু এলাকায় এক হামলায় ১১ জন নিহত হন, এবং তারও আগে প্লাটু রাজ্যে একাধিক গ্রামে বন্দুকধারীদের আক্রমণে ৫০ জনের বেশি প্রাণ হারান। তবুও, এসব সহিংসতার চক্র থামাতে না পেরে আবারও বেনু রাজ্যে ঘটলো নতুন এক হত্যাকাণ্ড।
স্থানীয় গবেষণা সংস্থা, এস বি এম ইন্টেলিজেন্স জানিয়েছে যে, ২০১৯ সাল থেকে চলা এ ধরনের সংঘাতে এখন পর্যন্ত ৫০০ জনের বেশি প্রাণ গেছে এবং ২২ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
এদিকে, পুলিশ জানিয়েছে যে, শুক্রবার ভোরে বেনু রাজ্যের উকুম এলাকার জিবাগিরের আশপাশে এক দাঙ্গাবাজ পশুপালকের দল গুলি চালিয়ে ৫ কৃষককে হত্যা করেছে। পুলিশের মুখপাত্র সিউয়েসে অ্যানেনি এক বিবৃতিতে জানিয়েছেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে, হামলাকারীরা পুলিশকেও লক্ষ্য করে গুলি চালায়। সংঘর্ষের সময় হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, প্রায় ৭০ কিলোমিটার দূরে লোগো এলাকায় অন্য একটি হামলায় কমপক্ষে ১২ জন নিহত হন।
এদিকে, এই হামলাগুলো চলতে থাকায় বেনু রাজ্যের পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে, যেখানে দিন দিন সংঘাতের তীব্রতা বাড়ছে।