যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল রাজনৈতিক পরিস্থিতি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাষ্ট্রজুড়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ সংঘটিত হয়েছে। গত শনিবার দেশটির ৫০টি অঙ্গরাজ্যে একযোগে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেয়। "৫০৫০১" নামে পরিচিত এই আন্দোলনে ট্রাম্পের অভিবাসন নীতি ও সরকারি সংস্কার উদ্যোগের তীব্র সমালোচনা করা হয়।
বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের সামনে এবং বিভিন্ন শহরের কেন্দ্রীয় স্থানে জড়ো হয়ে "নো কিংস" স্লোগান দেন, যা আমেরিকান বিপ্লবের ঐতিহাসিক প্রতীক হিসেবে বিবেচিত। বিশেষ করে এল সালভাদরের নাগরিক কিলমার আবরেগো গার্সিয়াকে ফেরত আনার দাবিতে বিক্ষোভকারীরা সোচ্চার হন। এছাড়া ট্রাম্প প্রশাসনের "ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি" নামক সংস্থার বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়, যা সরকারি ব্যয় ও চাকরি কাটছাঁটের উদ্যোগ নিয়েছে।
গ্যালাপের সর্বশেষ জরিপ অনুযায়ী, ট্রাম্পের জনপ্রিয়তা বর্তমানে ৪৫ শতাংশে নেমে এসেছে, যা গত জানুয়ারিতে ছিল ৪৭ শতাংশ। উল্লেখ্য, গত ৭০ বছরের মধ্যে যেকোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম কোয়ার্টারের গড় জনপ্রিয়তা ছিল ৬০ শতাংশ।
যদিও বেশিরভাগ বিক্ষোভ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, তবে কিছু স্থানে উত্তেজনা দেখা দিয়েছে। একটি ঘটনায় ডেমোক্র্যাট কংগ্রেসম্যান সুহাস সুব্রামানিয়ামের এক ট্রাম্প সমর্থকের সঙ্গে তর্কের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই বিক্ষোভ আগামী দিনগুলোতে মার্কিন রাজনীতিতে আরও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করতে পারে।