৭টি ছানাকে ফেলে নিখোঁজ মা , সন্তানদের বাঁচাতে শহরজুড়ে মাইকিং!

৭টি ছানাকে ফেলে নিখোঁজ মা , সন্তানদের বাঁচাতে শহরজুড়ে মাইকিং!
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বরগুনার আমতলী শহরে এক ব্যতিক্রমী ঘটনা! সাতটি ছোট্ট দুধের ছানাকে ফেলে হঠাৎই নিখোঁজ হয়ে যায় একটি সাদা পার্সিয়ান বিড়াল। প্রিয় পোষ্যটিকে খুঁজে পেতে এবং ছানাগুলোর প্রাণ বাঁচাতে শহরজুড়ে মাইকিং করে দৃষ্টান্ত স্থাপন করেছেন যুবক মো. সানাউল্লাহ।

ঘটনাটি ঘটে শনিবার দুপুরে। সানাউল্লাহর ভাষ্য অনুযায়ী, আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এম স্কুলের পাশে তাঁর বাসা থেকে হঠাৎ করেই বেরিয়ে যায় প্রিয় বিড়ালটি। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না মেলায় রাত ৯টার দিকে শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করেন তিনি। তাঁর মূল উদ্বেগ ছিল—দুধের ছোট ছানাগুলোর জীবন।

সানাউল্লাহ বলেন, "এই বিড়ালটি আমি দেড় বছর ধরে নিজের সন্তানের মতো করে লালন-পালন করেছি। এখন ওর সাতটি ছানা, যারা মায়ের দুধ ছাড়া বাঁচতে পারবে না। ছানাগুলোর কান্না আর অসহায় চাহনি আমাকে বাধ্য করেছে মাইকিং করতে।"

ভাগ্য ভালো, রোববার সকালে অবশেষে খোঁজ পাওয়া যায় মা বিড়ালটির। সুস্থ অবস্থায় মায়ের কোলে ফিরে গেছে ছোট্ট ছানাগুলো।

মানবিকতা ও প্রাণীর প্রতি ভালোবাসার এই দৃষ্টান্ত অনুপ্রেরণা হতে পারে আমাদের সবার জন্য।


সম্পর্কিত নিউজ