বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে নতুন অঙ্গীকার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো রবিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এ বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্য, স্বাস্থ্য ও পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় উভয় পক্ষ বাংলাদেশের চট্টগ্রাম ও চীনের ইউনান প্রদেশের মধ্যে বিশেষ সহযোগিতা গড়ে তোলার বিষয়ে সমঝোতা প্রকাশ করেন। গভর্নর ওয়াং বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল করতে নতুন উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। বিশেষ করে চিকিৎসা খাতে বাংলাদেশি রোগীদের জন্য ইউনান প্রদেশে বিশেষায়িত চিকিৎসাসেবা প্রসারের বিষয়ে আলোচনা হয়।
এ সফরে চীনের ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গভর্নর ওয়াংকে সঙ্গী করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের সঙ্গে চীনের আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে ইউনান প্রদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।