ঈদে যথাযথ দায়িত্ব পালন করায় কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি বলেন, "নয় দিনব্যাপী উৎসবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও যানজটমুক্ত সড়ক ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। এখন পর্যন্ত এই ঈদ সম্পর্কে আমার কানে শুধু ভালো কথাই পৌঁছেছে।"
বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, ঈদ উপলক্ষে সমন্বিতভাবে কাজ করার ফলে সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। "সায়েদাবাদ বাস টার্মিনালের অব্যবস্থাপনা দূর করতে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করেছি," যোগ করেন তিনি।
প্রধান উপদেষ্টা এই সাফল্যকে 'একটি আদর্শ উদাহরণ' আখ্যায়িত করে বলেন, "এখন আমাদের এই সাফল্যের ধারা সারা বছর বজায় রাখতে হবে।" তিনি আসন্ন ঈদুল আযহাতেও অনুরূপ সফল ব্যবস্থাপনার আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, বিদ্যুৎ, শক্তি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদ উপলক্ষে কোনো কর্মকর্তা ছুটি না নিয়ে মাঠ পর্যায়ে তদারকি অব্যাহত রাখার বিষয়টিকেও বিশেষভাবে প্রশংসা করা হয় সভায়।