বিশ্বের প্রথম হিউম্যানয়েড হাফ-ম্যারাথন চীনে: প্রযুক্তিতে অগ্রগতি, গতিতে নয়!

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চীনের রাজধানী বেইজিংয়ে শনিবার অনুষ্ঠিত হলো ইতিহাসের প্রথম হিউম্যানয়েড হাফ-ম্যারাথন। মানুষের সঙ্গে একসাথে দৌড়ে অংশ নিয়েছিল দুই পায়ের ২০টিরও বেশি রোবট। তবে 'রোবট বনাম মানব' এই প্রতিযোগিতায় স্পষ্টতই জয়ী হয়েছে মানুষ।
প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রযুক্তি কোম্পানির দল, যার মাধ্যমে চীন তাদের হিউম্যানয়েড প্রযুক্তিতে অগ্রগতি তুলে ধরতে চেয়েছে। যদিও যুক্তরাষ্ট্র এখনো অনেকটাই এগিয়ে, চীনের উন্নয়নও চোখে পড়ার মতো।
রোবটগুলো দৌড়েছে বেইজিংয়ের প্রযুক্তিপ্রধান ইয়িজুয়াং জেলায়, যেখানে তারা ২১ কিলোমিটারের উঁচুনিচু পথ পাড়ি দিয়েছে মানুষের পাশাপাশি, একটি আলাদা লেনে।
এই দৌড়ে 'তিয়ানগং আল্ট্রা' নামের একটি ১.৮ মিটার লম্বা রোবট প্রথম রোবট হিসেবে ফিনিশ লাইনে পৌঁছায় ২ ঘণ্টা ৪০ মিনিট সময় নিয়ে। তুলনায়, এই দৌড়ে মানুষের বিজয়ী সময় ছিল মাত্র ১ ঘণ্টা ২ মিনিট, আর বিশ্ব রেকর্ড ৫৬ মিনিট ৪২ সেকেন্ড।
রোবটটি তৈরি করেছে বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার। তাদের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ট্যাং জিয়ান জানান, দীর্ঘ পা ও মানব অনুকরণে প্রোগ্রাম করা অ্যালগরিদম তিয়ানগংয়ের পারফরম্যান্সে মূল সহায়ক ছিল। "পশ্চিমের কোনো রোবট এখনো এমন পারফর্ম করতে পারেনি," বলেন তিনি আত্মবিশ্বাসের সঙ্গে।
রোবটরা মাঝেমধ্যে ব্যাটারি বদল করেছে (প্রতিটি দলের সর্বোচ্চ তিনবার), কেউ কেউ বদলি রোবটও ব্যবহার করেছে, যদিও তাতে ১০ মিনিটের জরিমানা ছিল।
উল্লেখযোগ্যভাবে, রোবটদের সুরক্ষায় তাদের সঙ্গে ছায়ার মতো দৌড়েছেন সহকারীরা। কেউ কেউ ছিল দড়িতে বাঁধা, কেউ চলেছে রিমোট কন্ট্রোলে।
রোবটদের এমন সংগ্রামের মাঝেই হাজার হাজার মানব দৌড়বিদ নিজেদের ছন্দেই দৌড়িয়ে গেছে—মোবাইল তুলেছে, ভিডিও করেছে, কিন্তু কোথাও থেমে যায়নি।
প্রযুক্তির উন্নয়ন স্পষ্ট হলেও, দৌড়ের ময়দানে মানুষই এখনো এগিয়ে—রোবটদের জন্য ভবিষ্যতের ট্র্যাক এখনো অনেকটা বাকি।