যুক্তরাজ্যে আ. লীগ নেতার ছেলের বিয়েতে পলাতক সাবেক মন্ত্রী-এমপিদের মিলনমেলা!

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল এক জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান, যা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। ব্রিটেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ড. ফায়েজের বিয়ের আয়োজনে দেখা মিলেছে দেশের বহুল আলোচিত পলাতক সাবেক মন্ত্রী-এমপিদের।
স্থানীয় সময় রোববার (২০ এপ্রিল) লন্ডনের গ্রীনিচ এলাকার অভিজাত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত হয় এই বিয়ের অনুষ্ঠান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে ছড়িয়ে পড়েছে অতিথিদের হাস্যোজ্জ্বল ছবি ও ভিডিও।
উপস্থিত ছিলেন—
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান
সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব
এছাড়াও আরও অনেক প্রবাসী ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর, দেশ ছেড়ে ইউরোপসহ বিভিন্ন দেশে পাড়ি জমান অনেক সাবেক মন্ত্রী ও এমপি। তবে প্রবাসে এসেও থেমে নেই তাঁদের সামাজিক উপস্থিতি—বিয়ের মতো অনুষ্ঠানে জমজমাট অংশগ্রহণ তারই প্রমাণ।
এই আয়োজন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই বলছেন, "যারা দেশ থেকে পালিয়েছেন, তারা কিভাবে বিদেশে এমন বিলাসবহুল আয়োজনে অংশ নিচ্ছেন।