দিনাজপুরের গাবুড়া বাজার: যেখানে প্রতিদিন ২ কোটি টাকার টমেটো বেচাকেনা হয়

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দিনাজপুর সদর উপজেলার গাবুড়া বাজার দেশের অন্যতম বৃহত্তম টমেটো বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত। গর্ভেশ্বরী নদীর তীরে অবস্থিত এই বাজারে প্রতিদিন প্রায় ২ কোটি টাকার টমেটো লেনদেন হয় বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক পাইকার এখানে টমেটো ক্রয়ের জন্য আসেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে দিনাজপুরে ১,৫৭৮ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। তবে চাষিরা অভিযোগ করছেন, ফলন ভালো হলেও দাম কম পাওয়ায় তারা লাভবান হতে পারছেন না। স্থানীয় কৃষক জহিরুল ইসলাম জানান, "দুই বিঘা জমিতে লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু কেজি প্রতি ১০-১২ টাকা দামে লাভের মুখ দেখছি না।"
বাজারে বিপুল প্লাস, রোমা ভিএফ, মিন্টু সুপারসহ বিভিন্ন জাতের টমেটো পাওয়া যায়। পাইকার সজিব আহমেদ বলেন, "প্রতিদিন ৫-৭ ট্রাক টমেটো কেনাবেচা হচ্ছে, কিন্তু পরিবহন খরচ বেড়ে যাওয়ায় লাভ কম হচ্ছে।" বাজার ইজারাদার আরিফুল ইসলাম দাবি করেন, "হাটে কোনো বাড়তি চাঁদাবাজি নেই, প্রতি মণে মাত্র ১৫ টাকা ফি নেওয়া হয়।"
ব্যবসায়ীরা জানান, বিদেশি টমেটো আমদানি স্থানীয় বাজারকে প্রভাবিত করছে। টমেটো ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বলেন, "ভারতীয় টমেটো আমদানি কমলে দেশীয় চাষিরা বেশি লাভবান হতেন।" প্রতিদিন গাবুড়া বাজার থেকে প্রায় ১০০ ট্রাক টমেটো দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।