বলিউডের দুই সুপারস্টারের আবাসন পরিবর্তন
শাহরুখ-আমির খান মুম্বাইয়ের বাড়ি ছাড়ছেন

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় নিজেদের আইকনিক বাড়ি ছেড়ে অন্যত্র স্থানান্তর করছেন বলিউডের দুই কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান ও আমির খান। শাহরুখ গত জানুয়ারিতে মান্নাত ভিলা ছেড়ে ভাড়া বাসায় উঠলেও, সম্প্রতি আমির খানও তার বান্দ্রার বাসভবন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
সূত্রমতে, আমির খানের বর্তমান আবাসন কমপ্লেক্সে একটি বিলাসবহুল রিয়েল এস্টেট প্রকল্প নির্মাণের কাজ শুরু হয়েছে। ভার্গো কো-অপারেটিভ হাউজিং সোসাইটির তত্ত্বাবধানে নির্মিতব্য এই প্রকল্পে প্রতি বর্গফুটের দাম প্রায় ১ লাখ রুপি ধরা হয়েছে। আমির ইতিমধ্যেই এই ডেভেলপারের অন্যান্য প্রকল্পে ফ্ল্যাট কিনে রেখেছেন বলে জানা গেছে।
আমির খানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে নতুন ঠিকানা সম্পর্কে কোনো বিবৃতি না এলেও, স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে অস্থায়ীভাবে অন্যত্র থাকতে হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, সম্পত্তি বিনিয়োগের পাশাপাশি নিরাপত্তা বিবেচনাও এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।
উল্লেখ্য, গত বছর সাইফ আলি খানের বাড়িতে হামলার পর থেকেই মুম্বাইয়ের শীর্ষ অভিনেতাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও শাহরুখ খান তার সিদ্ধান্তকে "বাড়ি সংস্কারের প্রয়োজন" বলে ব্যাখ্যা করেছেন, তবুও এই দুটি ঘটনায় বলিউড মহলে আলোচনা তৈরি হয়েছে।
রিয়েল এস্টেট বিশ্লেষকরা জানান, মুম্বাইয়ের প্রিমিয়াম আবাসন বাজারে এই ধরনের উচ্চমূল্যের প্রকল্প ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। আমির খানের মতো তারকারা এখানে বিনিয়োগ করায় এই খাত আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। নির্মাণ কাজ শেষ হলে আমির সম্ভবত তার পুরনো ঠিকানায় ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে।