বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব

বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব
ছবির ক্যাপশান, ছবি সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

কাতার সরকার বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২২ এপ্রিল) দোহায় অনুষ্ঠিত আর্থনা সামিটের সাইডলাইনে বাংলাদেশ-কাতার বৈঠকে এ বিষয়ে চুক্তি হয়েছে। প্রতিবছর তিন বছর পরপর নতুন ব্যাচ প্রেরণেরও পরিকল্পনা রয়েছে।

শফিকুল আলম জানান, কাতারে প্রাথমিকভাবে একজন সেনার বেতন মাসিক আড়াই থেকে তিন লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কাতারে বাংলাদেশি শ্রমিক প্রেরণ ও এলএনজি আমদানি বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ সরকার কাতারের সাথে জমে থাকা ৩৭ মিলিয়ন ডলার ঋণ শিগগিরই পরিশোধ করবে বলেও তিনি জানান।

কাতারের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করে এলএনজি আমদানি বৃদ্ধি ও বিনিয়োগ আকর্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার। গালফ অঞ্চলে বাংলাদেশের সেনা প্রেরণের এই সিদ্ধান্ত দেশের জন্য অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।


সম্পর্কিত নিউজ