কাশ্মিরে হামলায় দুঃস্বপ্নের মধ্যে মধুচন্দ্রিমা শেষ, স্বামীকে চিরবিদায় জানিয়ে স্যালুট

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার সংঘটিত ভয়াবহ বন্দুকধারীদের হামলায় নবদম্পতির এক আঁধার পরিণতি ঘটেছে। এই হামলায় ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের প্রাণহানি ঘটে, যখন তার স্ত্রী হিমাংশী নরওয়াল চোখের সামনে নিঃসহায়ে এই কষ্টিপাথরের মুখোমুখি হন।
মাত্র সাত দিন আগে, ১৬ এপ্রিল জাঁকজমকে বিয়ে হয় এই দম্পতির। তাদের পরিকল্পনা ছিল সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমা উদযাপন, কিন্তু ভিসা জটিলতার কারণে তারা ঠিক করেন জম্মু-কাশ্মীরে ভ্রমণ করবেন। দুর্ভাগ্যবশত, পেহেলগামের এক রেস্তোরাঁয় ভেলপুরি খাওয়ার সময় অচানক বন্দুকধারীদের হামলা শুরু হয়। এই হামলায় গুলি লাগে বিনয়ের মাথায় এবং তৎক্ষণাৎ তিনি প্রাণ হারান। এ ঘটনায় আরও ২৫ জনের প্রাণহানি ঘটে। দিল্লি বিমানবন্দরে জাতীয় পতাকায় মোড়ানো কফিনে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। বিনয়ের কফিনের পাশে নির্বাক হয়ে বসে থাকা হিমাংশীর দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা মানুষের চোখে পানি এনেছে। তার অবশেষে স্যালুট দিয়ে প্রিয় স্বামীকে চিরবিদায় জানানোর দৃশ্যটি আরও বেশি কষ্টদায়ক।