ইশরাকের দাবি: ১০ কর্মদিবসের মধ্যে ডিএসসিসি মেয়র পদে গেজেট প্রকাশ করতে হবে

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিজয়ী ইশরাক হোসেন বলেছেন, আদালতের রায় অনুযায়ী নির্বাচন কমিশনকে ১০ কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। গত ১৫ এপ্রিল ইসি রায়ের কপি পেয়েছে বলে তিনি দাবি করেছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইশরাক জানান, "আদালতের নির্দেশনা অনুসারে রায় প্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশ বাধ্যতামূলক। ইসি ইতিমধ্যে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে।"
২০২০ সালের ১ ফেব্রুয়ারির ডিএসসিসি নির্বাচনের ফলাফল বাতিল করে গত ২৭ মার্চ হাইকোর্ট ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে। একই রায়ে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করা হয়। ইশরাক দাবি করেন, "আমি আইনানুগভাবে মামলা করেছিলাম, যখন অন্য পক্ষ আইনি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে।"
নির্বাচনী আইন অনুযায়ী, ফলাফল গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আপিল করা যায় বলে তিনি উল্লেখ করেন। মেয়াদকাল সম্পর্কে জানতে চাইলে ইশরাক বলেন, "গেজেট প্রকাশের পর আইনজীবীদের সাথে পরামর্শ করে এ বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া সম্ভব হবে।"
এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তারা আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে দ্রুততম সময়ে গেজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছে। রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের এই মেয়র পদ নিয়ে চলমান আইনি লড়াইয়ে নতুন এই অধ্যায় নাগরিক ও রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে।