পেহেলগামে হামলা
মাথায় ক্যামেরা, বাবাকে খুনের পর সেলফি তুলছিল জঙ্গিরা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মধ্যপ্রদেশের পর্যটক সুশীল নাথানিয়েল (৫৮) কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় নিহত হয়েছেন। তার ছেলে অস্টিন নাথানিয়েল (গোল্ডি) জানিয়েছেন, ১৫-১৬ বছর বয়সী কিশোর হামলাকারীরা মাথায় ক্যামেরা বেঁধে হত্যাকাণ্ড পরিচালনা করে এবং ঘটনাস্থলেই সেলফি তোলে।
২২ জুনের এই হামলায় সুশীলের কন্যা আকাঙ্ক্ষা পায়ে গুলিবিদ্ধ হন। অস্টিন বলেন, "জঙ্গিরা ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করছিল। বাবা ভিন্ন ধর্মের বলে জানার পরই গুলি করে।" তিনি এলাকায় বাড়তি নিরাপত্তা চেয়েছেন।
লস্কর-ই-তৈয়বার উপসংগঠন 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' এই হামলার দায় স্বীকার করেছে। ২০১৯ সালের পর এটাই কাশ্মীরে সবচেয়ে রক্তক্ষয়ী হামলা বলে জানা গেছে। ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে।