রাশিয়ায় বাংলাদেশি চলচ্চিত্রের সাফল্য, মস্কো উৎসবে বিশেষ পুরস্কার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র 'মাস্তুল' বিশেষ জুরি পুরস্কার পেয়েছে। জাহাজি শ্রমিকদের জীবনসংগ্রাম নিয়ে নির্মিত এই সিনেমাটি 'স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড' জিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
নির্মাতা নূরুজ্জামান জানান, "মাস্তুলের প্রিমিয়ার শোতে আন্তর্জাতিক দর্শক ও সমালোচকদের বিপুল সাড়া পেয়েছি। এই স্বীকৃতি আমাদের সকলের জন্য গর্বের।" অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু, দীপক সুমনসহ অন্যান্য শিল্পীদের অসাধারণ অভিনয় ছবিটিকে আলাদা মাত্রা দিয়েছে।
৪৭তম এই আন্তর্জাতিক উৎসবে ভারতের 'এলেসিয়াম' ও আর্জেন্টিনার 'নন স্ট্যান্ডার্ড থিংকিং'সহ বিভিন্ন দেশের চলচ্চিত্রও পুরস্কৃত হয়েছে। বাংলাদেশি সিনেমার এই সাফল্য আন্তর্জাতিক পর্যায়ে দেশের সাংস্কৃতিক অবদানকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।