ছাত্রদল নেতা হত্যা মামলায় মেহেরাজের ৫ দিনের রিমান্ড

ছাত্রদল নেতা হত্যা মামলায় মেহেরাজের ৫ দিনের রিমান্ড
ছবির ক্যাপশান, ছবি সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি মেহেরাজ ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন আদালতে ১০ দিনের রিমান্ড চাইলেও আসামিপক্ষের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২১ এপ্রিল একই মামলায় আরও তিন আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছিল।

১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের এক পর্যায়ে ছুরিকাঘাতে নিহত হন পারভেজ। ঘটনায় এ পর্যন্ত আট নামজাদাসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তারকৃত কয়েকজন ইতিমধ্যে আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।


সম্পর্কিত নিউজ