২৬ দিনে প্রবাসীদের রেমিট্যান্সে ঝলমলে চিত্র, দেশে এলো প্রায় ২৮ হাজার কোটি টাকা

২৬ দিনে প্রবাসীদের রেমিট্যান্সে ঝলমলে চিত্র, দেশে এলো প্রায় ২৮ হাজার কোটি টাকা
ছবির ক্যাপশান, ছবি সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চলতি এপ্রিলের প্রথম ২৬ দিনে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতিতে যুক্ত হয়েছে ২২৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের তথ্য বলছে, বর্তমান ১২২ টাকা বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭ হাজার ৭০৬ কোটি টাকা।

রোববার (২৭ এপ্রিল) প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। প্রবাসীরা বেসরকারি ব্যাংকের চ্যানেলে পাঠিয়েছেন ১২৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৫ কোটি ৩৮ লাখ ডলার এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে আরও ১১ কোটি ৯৪ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলো থেকেও রেমিট্যান্স এসেছে, তবে তুলনামূলকভাবে পরিমাণ কম — মাত্র ৪২ লাখ ৭০ হাজার ডলার।

চলতি বছর মার্চ মাসে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড গড়েছে প্রবাসীরা, যা ছিল ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার।

এর আগে জানুয়ারিতে দেশে এসেছিল ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

তুলনামূলকভাবে ২০২৩ সালের চিত্রেও রেমিট্যান্স প্রবাহ ছিল শক্তিশালী। ওই বছরের জানুয়ারিতে এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ ডলার, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ ডলার এবং এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ডলার। এরপর মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২২৫ কোটি ৪৯ লাখ ডলার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার, জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ডলার এবং আগস্টে ২২২ কোটি ৪১ লাখ ডলার। সেপ্টেম্বর ও অক্টোবরে রেমিট্যান্স প্রবাহ ছিল যথাক্রমে ২৪০ কোটি ৪৭ লাখ এবং ২৩৯ কোটি ৫০ লাখ ডলার। বছর শেষে নভেম্বরে আসে ২১৯ কোটি ৯৫ লাখ এবং ডিসেম্বরে সর্বোচ্চ ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার।

বিশেষজ্ঞদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ধারা অর্থনীতিতে স্বস্তির বার্তা বয়ে এনেছে। চলতি এপ্রিল শেষ হলে পুরো মাসের হিসাব আরও নতুন রেকর্ড ছুঁতে পারে বলেও মনে করছেন তারা।


সম্পর্কিত নিউজ