'লাব্বাইক' অ্যাপের উদ্বোধন: হজযাত্রীদের সেবায় নতুন যুগের সূচনা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
হজযাত্রীদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সোমবার (২৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 'লাব্বাইক' নামের একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এটি সরকারি ব্যবস্থাপনায় নির্মিত প্রথম হজ-সেবামূলক অ্যাপ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, হজযাত্রীরা যেন নির্বিঘ্নে ধর্মীয় কাজ সম্পাদন করতে পারেন, সেই লক্ষ্যেই এই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাস্থ্যসেবা সহ নানা ফিচার সংযুক্ত থাকায়, এটি হাজিদের মনোযোগ ধরে রাখতে এবং একাগ্রচিত্তে হজ পালনে বড় সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রফেসর ইউনূস আরও জানান, যেসব দেশ হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের তুলনায় এগিয়ে, তাদের অভিজ্ঞতা গ্রহণ করা হবে। পাশাপাশি যেসব দেশে এখনো এমন কোনো অ্যাপ নেই, তাদেরকে 'লাব্বাইক' অ্যাপের কারিগরি সহায়তা বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অ্যাপ তৈরির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা ভবিষ্যতে আরও উন্নত ও ত্রুটিমুক্ত সংস্করণ তৈরির পরামর্শ দেন।
তিনি জানান, চলতি বছর হজযাত্রার শুরু থেকেই হজযাত্রীরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে আগামী বছর থেকে যেন হজযাত্রার পরিকল্পনার প্রাথমিক পর্যায় থেকেই এই অ্যাপ ব্যবহারের সুযোগ থাকে—এমন উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।