রিজার্ভে ফিরছে গতি, ছাড়াল ২২ বিলিয়ন ডলার ,বৈধ রেমিটেন্স ও রফতানি আয়ে বড়সড় উত্থান

রিজার্ভে ফিরছে গতি, ছাড়াল ২২ বিলিয়ন ডলার ,বৈধ রেমিটেন্স ও রফতানি আয়ে বড়সড় উত্থান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঘুরে দাঁড়িয়েছে—বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, আইএমএফের গৃহীত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২২.০৪ বিলিয়ন ডলারে। আর মোট রিজার্ভের অঙ্ক গিয়ে ঠেকেছে ২৭.৪১ বিলিয়ন ডলারে।

রিজার্ভ বৃদ্ধির এমন সুখবর দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন আশার আলো জাগাচ্ছে। এর আগে ২০২৩ সালের আগস্টে রিজার্ভের পরিমাণ ছিল ২৩ দশমিক ২৫ বিলিয়ন ডলার। কিন্তু পরের মাসেই তা হু হু করে নেমে দাঁড়ায় ২১ দশমিক শূন্য ৫ বিলিয়নে।

বাংলাদেশ ব্যাংক জানায়, সাম্প্রতিক সময়ে হুন্ডি কমে গিয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর হার বেড়েছে। এতে করে বৈদেশিক মুদ্রার প্রবাহ শক্তিশালী হয়েছে। পাশাপাশি, রফতানির ধারাবাহিক প্রবৃদ্ধিও রিজার্ভ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তবে অতীতে ছবিটা ছিল ভিন্ন। দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ দেখা গিয়েছিল ২০২২ সালের আগস্টে—যখন মজুদ ছিল ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার। সেখান থেকে শুরু হয় অবনতির যাত্রা। প্রতি মাসেই কমতে থাকে রিজার্ভ।

বিশেষ করে সরকার পতনের আগে ২০২3 সালের জুলাইয়ে রিজার্ভ নেমে আসে ২০ দশমিক ৩৯ বিলিয়নে। তবে নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পরই পরিস্থিতি পাল্টাতে থাকে। রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক, যা রিজার্ভ পতন রোধে কার্যকর পদক্ষেপ হিসেবে প্রমাণিত হয়।

এই ধারা অব্যাহত থাকলে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা জোরালো হচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।


সম্পর্কিত নিউজ