সীমান্তে মানবতা: দুই বাংলাদেশির বিনিময়ে দুই ভারতীয়কে হস্তান্তর

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
সীমান্তে বাংলাদেশিকে ফেরত দেওয়ার বিনিময়ে দুই ভারতীয়কে হস্তান্তর করল বিজিবি। দিনাজপুরের বিরল সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। সীমান্তে ভুলবশত ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর বিনিময়ে দুই ভারতীয় নাগরিককে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঘটনাটি ঘটে শুক্রবার, ১ মে। দুপুরে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে কাজ করার সময় এনামুল ইসলাম ও তাঁর ছেলে মাসুদ রানা—এই দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা দুই ভারতীয় কৃষক থিলিপ সরেন ও অবিনাশ টুডুকে আটক করে। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
রাত ৮টার পর বিজিবি-বিএসএফ’র কমান্ডার পর্যায়ের বৈঠকে উভয় দেশের নাগরিকদের আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়। হস্তান্তরের পর বাংলাদেশি দুই নাগরিককে নিরাপদে বিজিবি ক্যাম্পে আনা হয়।
এ ঘটনাটি সীমান্ত এলাকায় শান্তি ও সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এই মানবিক আচরণ স্থানীয়দের মাঝে স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে।